পরিবর্তন পর্ব-২০
লেখকঃ নীল
সম্পাদকঃ জিয়ানুর রহমান
নরেশ কাকুর চা স্টলে বসে নরেশ কাকুর বিখ্যাত চা খাচ্ছিলাম। হঠাৎ করে আমার বন্ধু এপক্সিসিটের উদয়, কাছে এসেই গায়ে হাত দিয়ে বললো কিরে তুই? আজকাল তাহলে তোর দেখা মেলে! আমি বললাম, বেচে যেহেতু আছি তাহলে তো দেখা হবেই, এতে আশ্চর্য হওয়ার কি আছে?
এপক্সিসিট বললো ছি ছি, আমি এমন টা বলেনি, অনেক দিন ধরে তোর কোন পাত্তা নেই, মহল্লার লোক জন বলে, তুই নাকি কেমন যেন পরিবর্তন হয়ে গেছিস, মসজিদ, মন্দির গির্জাতে তোর নাকি যাতায়াত বেড়ে গেছে, মুক্তমনা দের নিয়ে ব্যঙ্গত্যক উল্টোপাল্টা কথা বলিস, এই জন্য বলা আর কি।
আমি বললাম পরিবর্তন হওয়া টা কি স্বাভাবিক না? দুনিয়া পরিবর্তন হয়ে যাচ্ছে, আশেপাশের মানুষ গুলি পরিবর্তন হয়ে যাচ্ছে, আমি পরিবর্তন হতে অসুবিধে কোথায়?
এপক্সিসিট বললো না তুই চাইলেই পরিবর্তন হতে পারিস, এটা তোর ব্যাক্তিগত ব্যাপার, তবে আমি একটা কথা বলি, তুই এমন সময় ধর্মের দিকে ঝুকে পড়েছিস, যে সময় সারা বিশ্বের মানুষ ধর্মের দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে।
আমি বললাম পৃথিবীর মানুষ গুলি যখন ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তখন থেকেই পৃথিবীতে অপরাধের সংখ্যা বেড়ে যাচ্ছে, অন্যায়, অত্যাচার প্রাকাশে অবাধ যৌনতা বৃদ্ধি পাচ্ছে, মানুষ মৃত্যুর কথা ভুলে যাচ্ছে, টাকার পিছনে দৌড়াচ্ছে, টাকার জন্য নিজের ভাই কে হত্যা করে ফেলছে, ঘরে স্ত্রী রেখে অন্য নারীর সাথে প্রেম করে যাচ্ছে, স্ত্রী স্বামীকে রেখে পরপুরুষের সাথে লিভ টুগেদার করছে, সমাজ যার যার ব্যাক্তিগত ব্যাপার বলে চালিয়ে দিচ্ছে।
এপক্সিসিট বললো তুই সম্পূর্ণ দায়ি ধর্মহীনতাকেই করলি, দেখ তুই যে সমস্ত কার্যকলাপের কথা বললি এসব ধার্মিকেরাই করে, তুই মাদ্রাসার দিকে তাকা হুজুরের দ্বারা শিশু বলৎকার হচ্ছে, মন্দিরের দিকে তাকা পৌরহিত্যের কাছে মেয়েরা যৌনদাসি হিসেবে আশ্রয় পাচ্ছে, গির্জার দিকে তাকা নারী ধর্ষনের স্বীকার হচ্ছে, আর আমরা এই সব সমাজের কাছে তুলে ধরি বিধায় ধার্মিকের চোখে আমরা খারাপ।
আমি বললাম দেখ ধার্মিক শব্দটির মধ্যে না একটা পবিত্রতা মিশে আছে, যেমন টা মিশে আছে দেশপ্রেমের সাথে, আচ্ছা আমরা সবাই তো বাংলাদেশি, আমি যদি বাংলাদেশ বিরোধী কোন কাজ করি তখন আমাকে কি বলবি, রাজাকার বলবি, রাজাকার এবং দেশপ্রেম শব্দের অর্থ আকাশ পাতাল ব্যবধান, কিন্তু দুটি শব্দই বাংলাদেশি, ঠিক সেই রকম ভাবে এখন কেউ যদি নিজেকে ধার্মিক পরিচয় দিয়ে ধর্ম বিরোধী কাজ গুলি করে তাহলে সে কিন্তু আর ধার্মিক থাকে না, পাপী হয়ে যায়, দেশপ্রেম আর রাজাকার শব্দটি যেমন বাংলাদেশি, ঠিক সেই রকম ভাবে ধার্মিক আর পাপী ঐ ধর্মেরি, দেশপ্রেম এবং রাজাকার শব্দের অর্থ যেমন আকাশ পাতাল ব্যবধান, ঠিক সেই রকম ভাবে ধার্মিক আর পাপীর মাঝেও আকাশ পাতাল ব্যবধান।
অবশেষে এপক্সিসিট বললো আসিরে, অনেক কথা হলো আজ, আবার অন্য দিন কথা হবে।
আমি বললাম অন্তত পক্ষে চা টা খেয়ে যা, ঠান্ডা হয়ে যাচ্ছে।
এপক্সিসিট মুচকি একটা হাসি দিল, বললো সত্যিই তোর মাঝে অনেক পরিবর্তন হয়েছে, যে ব্যাক্তি এক সময় ১ টাকা খরচ করতে ১৯ মিনিট সময় নিত সেই ব্যাক্তি আজ আমাকে ৫ টাকার চা খাওয়াতে চাইলো। এপক্সিসিটের কথা শুনে আমি মুচকি হাসলাম,এপক্সিসিটকে বললাম দেখ, এক সময় লক্ষ লক্ষ টাকা ইনকাম করতাম, তখন জীবনের একমাত্র উদ্দেশ্যই ছিল টাকা, এবং ভালোভাবে বেচে থাকা, টাকা ছাড়া অন্য কিছু বুঝতামই না, কিন্তু এখন বুঝি টাকায় জীবনের সবকিছু না, টাকা হচ্ছে মিছে একটি আশা, টাকা হচ্ছে সম্পর্ক নষ্ট করার নেশা, এই টাকার প্রেমে যে পড়বে সে সব কিছুই করতে পারবে, টাকা হচ্ছে অস্থায়ী একটা সম্পদ,আজ আছে কাল নাই, কিন্তু মৃত্যু হচ্ছে স্থায়ী একটা সম্পদ, যেটা কখনো টাকার মতো করে দূরে চলে যাবে না, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা স্থায়ী সম্পদ নিয়ে না ভেবে অস্থায়ী সম্পদ নিয়েই বেশি মনোযোগী থাকি, স্থায়ী সম্পদ নিয়ে মনোযোগী হ দেখবি অস্থায়ী সম্পদের কথা ভুলে যাবি।
এপক্সিসিট বললো সত্যিই তোর মাঝে অনেক পরিবর্তন হয়েছে, ভালো লাগলো, ভালো থাকিস, আবার দেখা হবে, এখন আসি।
0 Comments
Thanks for your comment.